বরিশালে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, ৩০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

বরিশালে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, ৩০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা

 

বরিশালের উজিরপুরে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান অন্তত ৩০ যাত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসির যাত্রীবাহী বাসটি ঢাকাগামী লেনে পৌঁছালে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে চালক বাসটি সড়কের পাশে থামিয়ে দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। এতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান সবাই।

 

ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের লাগেজ ও ব্যক্তিগত মালামালের অনেকটাই পুড়ে গেছে।

 

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত।”

 

ঘটনাটি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, “বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। কেউ হতাহত না হলেও কয়েকজনের মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আগুন লাগার পর সড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”

 

এ ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত উদ্ধার এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।