বেতাগীতে এক রাতে দুই পরিবারের গোয়ালঘর থেকে সাত গরু চুরি, এলাকায় চরম আতঙ্ক



নিজস্ব প্রতিবেদক | খবর বরগুনা


বরগুনার বেতাগীতে এক রাতে দুই পরিবারের গোয়ালঘর থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছোট ঝোপখালী গ্রামের প্যাদা বাড়ির বেল্লাল প্যাদা ও রহমান প্যাদার গোয়ালঘর থেকে মোট সাতটি গরু চুরি হয়। রাত আনুমানিক দুইটার দিকে চোরের দল বেল্লাল প্যাদার চারটি এবং রহমান প্যাদার তিনটি গরু নিয়ে যায়।

ভুক্তভোগী বেল্লাল প্যাদা বলেন, “রাত একটার দিকে উঠে দেখি গরুগুলো গোয়ালে আছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। রাত দুইটার পর গোয়ালে শব্দ শুনে ভেবেছিলাম গরু ডাকছে। সকালে উঠে দেখি গোয়ালে একটি গরুও নেই।” তিনি আরও বলেন, “এই গরুগুলোই ছিল আমার একমাত্র সম্বল। এগুলো দিয়েই সাতজনের পরিবারের ভরণপোষণ চলত। এখন আমি একেবারেই নিঃস্ব।”

বেল্লালের বড় ভাই জালাল প্যাদা পাঁচ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্ত্রী ও দুই সন্তানসহ চারজন সদস্যের ভরণপোষণও দেখতেন বেল্লাল। নিজেও অসুস্থ থাকা সত্ত্বেও দিনমজুরের কাজ ও গবাদিপশু পালনে সংসার চালাতেন তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন আলী বলেন, “আমাদের এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিছুদিন আগে উত্তর বেতাগী গ্রামের জসিম সিকদারের গরুও চুরি হয়েছিল। এখন প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাই বা গরু চুরির খবর শুনছি।”

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা রাতে পাহারার ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।