ও

বেকারমুক্ত দেশ গড়তে প্রয়োজনে বিদেশে বিনিয়োগকারীদের কাছে সাহায্য চাইবো। বরগুনাসহ দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাবো।
বরগুনা জেলা প্রতিনিধি।
গতকাল ৯ই নভেম্বর বরগুনা সদর উপজেলায় মহাসড়কে অবস্থিত সুলতানা রাজিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় ইনফরমাল সেক্টর ইন্ড্রাস্ট্রি কাউন্সিল (ISISC) এর অধীনে বাস্তবায়নাধীন EBT (Enterprise Based Training) প্রোগ্রাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সুলতানা রাজিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন উপলক্ষে প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত হন ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি কাউন্সিল (ISISC) এর চেয়ারম্যান,প্রায় ১যুগ ধরে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিবে’র) সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মির্জা নুরুল গনী শোভন। তিনি ১৩ তম জেলা পরিদর্শন করে ১৪ তম জেলা বরগুনায় এসেছেন। এ সময়ে শোভন বলেন এই (ASSET) প্রকল্পের আওতায় সরকার চায় ১ কক্ষ দক্ষ জনশক্তি তৈরি করতে। বেকামুক্ত দেশ গড়তে প্রয়োজনে বিদেশে বিনিয়োগকারীদের কাছে সাহায্য চাইবো। বরগুনাসহ দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাবো। আমরা চাই বিদেশের মাটিতে আমাদেও রাজত্ব হোক,সহকারী নয় বেতন হউক লক্ষ্যের উপরে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এই কারিগরি প্রশিক্ষনের বিকল্প নেই এখানে এখন ৫ টি ট্রেড শুরু হয়েছে,এর উত্তর উত্তর সাফল্য দেখে আমি আরো ৫ টি ট্রেড এনে দেবার ব্যবস্থা করবো। আশা করছি বরগুনা র এই প্রতিষ্ঠান দেশের ভিতরে প্রতিযোগিতায় ও আলোচনার শীর্ষে থাকুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার সম্পাদক ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ,বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম,(ISISC), (ASSET),(EBT) এর চীফ কো-অর্ডিনেটর মোঃ মুরাদ হোসেন ও মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট এর কো-অর্ডিনেটর অমিত মন্ডল।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান যুগে তথাকথিত শিক্ষা ব্যবস্থার থেকে বেড়িয়ে এসে হাতে কলমে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই দেশের অর্থনৈতিক রূপান্তরের মূল চাবিকাঠি। প্রশিক্ষণার্থীদের শিল্পখাতে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তা হয়ে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান তারা। আমরা চাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এ দেশের বেকার যুবক-যুবতীদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।

মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর চেয়ারম্যান জনাব মেহেরুনেছা বলেন আমি দেশের অনেক জেলাতেই বেশকিছু কর্মমূখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি এখন আমার নিজ জেলা বরগুনায় হাত দিয়েছি। আমি চাই বরগুনা দেশের ভিতরে উদাহরণ হিসেবে থাকবে। আমার কোন ব্যবসায়িক চিন্তা নেই এই প্রতিষ্ঠান থেকে। চাই বেকারমুক্ত বরগুনা গড়তে।
