শিক্ষক আন্দোলনে সাফল্য ও আগামীকাল বরগুনায় এনসিপির মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার,

 

শিক্ষক আন্দোলনে সাফল্য উদযাপন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হলো শিক্ষক মতবিনিময় সভা। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচনার বিষয় ছিল শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে চলমান আন্দোলনের সাফল্য ও পরবর্তী দিকনির্দেশনা।

 

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, এবং শিক্ষা সেলের সদস্য মেসবাহ কামাল মুন্না।

 

সভায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এনসিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “শিক্ষক সমাজের যৌক্তিক আন্দোলনে এনসিপির সহযোগিতা আমাদের নতুন প্রেরণা জুগিয়েছে।”

 

আলোচনায় ফয়সাল মাহমুদ শান্ত বলেন,

 

“এনসিপি সবসময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা ও গবেষণাধর্মী শিক্ষা কাঠামো গড়ে তোলার পক্ষে কাজ করে আসছে। শিক্ষক আন্দোলন কোনো স্বার্থান্বেষী বিষয় নয়—এটি শিক্ষার গুণগত উন্নয়ন ও জাতীয় অগ্রগতির অংশ।”

 

 

 

তিনি আরও আশ্বাস দেন যে, শিক্ষক সমাজের যৌক্তিক আন্দোলনে এনসিপির সম্পৃক্ততা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

 

শিক্ষা সেলের সদস্য মেসবাহ কামাল মুন্না বলেন,

 

“শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে কাজ করতেই হবে। আন্দোলন কেবল দাবি নয়, এটি দায়িত্বও।”

 

 

 

সভায় বক্তারা শিক্ষকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গবেষণামুখী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

 

এদিকে, আগামীকাল শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে বরগুনা জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল), এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, এনসিপি।

 

এই সভায় বরগুনা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক প্রতিনিধি ও এনসিপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।