বরগুনায় সড়কে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান, জরিমানা ৪১ হাজার

 

বরগুনা প্রতিনিধি

 

বরগুনা জেলা সদরের মাছ বাজার সংলগ্ন তিন রাস্তা মোড়ে যৌথবাহিনীর উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ কার্যক্রম পরিচালনা হয়।

 

লেফটেন্যান্ট মো. ফয়সাল রহমানের নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যবিশিষ্ট একটি সেকশন এবং বরগুনা সদর থানার ট্রাফিক পুলিশের ৩ সদস্যের যৌথ সমন্বয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।

 

অভিযান চলাকালীন সড়কে চলাচলকারী সিএনজি, মাহেন্দ্র, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাই এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান সংক্রান্ত তল্লাশি করা হয়। এছাড়াও সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

 

যানবাহন তল্লাশি ও আইন প্রয়োগের অংশ হিসেবে ৬৪টি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট ৯টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এ বিষয়ে লেফটেন্যান্ট মো. ফয়সাল রহমান বলেন,

“সড়কে নিরাপত্তা নিশ্চিত, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমন আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

 

সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এমন উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।