বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধিঃ

“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পায়রা উড়িয়ে, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ১০টায় বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেশ বিশ্বাস র‌্যালীর শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবস টি উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইডিইবি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে আইডিইবি হলরুমে জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেশ বিশ্বাস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বরগুনা জেলা কমিটির নেতৃবৃন্দ। র‌্যালি ও আলোচনা সভায় বরগুনা জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীগণ এবং পলিটেকনিক ইনিষ্টিউটের শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহন করেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটির আয়োজনে বরগুনায় এই দিবসটি পালিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।