📰 স্টাফ রিপোর্টার, দৈনিক শেষ কথা
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ লেবার পার্টি নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম ধাপে মোট ৭৫টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত প্রাথমিক তালিকায় বরগুনার দুটি আসন সহ উপকূলীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ জেলার প্রার্থীরা স্থান পেয়েছেন। চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান নিজে দুটি আসনে—ঝালকাঠি-১ এবং পিরোজপুর-২—প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে।
বরগুনা সহ দক্ষিণাঞ্চলের প্রার্থীরা:
দলের পক্ষ থেকে বরগুনার দুটি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন:
* মো. লিটন খান রাজু: বরগুনা-১
* মুজিবুর রহমান বাদশা: বরগুনা-২
এছাড়াও বরিশাল বিভাগের অন্যান্য আসনের প্রার্থীরা হলেন: মো. জাহিদুল ইসলাম (পিরোজপুর-১), সৈয়দ মো. মিলন (ঝালকাঠি-২), মো. আশরাফ হোসেন (ভোলা-১), মো. মনির হোসেন (ভোলা-২), হেলাল উদ্দিন চৌধুরী (ভোলা-৩), এস এম সোহেল মাহমুদ (বরিশাল-৫), এবং মো. রেজাউল রহমান (নাসির তালুকদার) (বরিশাল-৬)।
ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রার্থী:
লেবার পার্টির প্রাথমিক তালিকায় ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীর নাম রয়েছে:
* শেখ মোহাম্মদ আলী (ঢাকা-১)
* মুফতি আরিফ বিন শহীদ (ঢাকা-৩)
* মো. এনামুল হক আকন্দ (ঢাকা-৪)
* মো. মাসুদ আলম পাটোয়ারী (ঢাকা-৫)
* মো. রাকেশ রহমান (ঢাকা-৬)
* অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই (ঢাকা-৭)
* খন্দকার মিরাজুল ইসলাম (ঢাকা-৮)
* মিসেস মাহফুজা খানম (ঢাকা-৯)
* হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা (ঢাকা-১০)
* সাবিনা ইয়াসমিন (ঢাকা-১১)
* মিসেস তাহমিনা আক্তার (ঢাকা-১২)
সংবাদ সম্মেলনে ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, এই তালিকা প্রথম পর্বের। খুব শীঘ্রই বাকি আসনগুলোর প্রার্থীর নামও ঘোষণা করা হবে।
