স্টাফ রিপোর্টার, খবর বরগুনা
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার অনুপ্রেরণায় বরগুনায় অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ “মহাকাশ ক্যাম্প ২০২৫ ও বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা”। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সার্কিট হাউস মাঠে দুই দিনব্যাপী এই মহা আয়োজনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

তিনি বলেন, “বিজ্ঞানচর্চার এমন উদ্যোগ তরুণদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উজ্জীবিত করবে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে এই প্রজন্মই হবে মূল শক্তি।”

বরগুনা সাইন্স সোসাইটির আয়োজনে এই ক্যাম্পে রয়েছে নানা আকর্ষণীয় আয়োজন—টেলিস্কোপে গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ, ৪ডি মুভি শো, ভিআর শো, স্পেস অলিম্পিয়াড, বিজ্ঞান বিতর্ক, বিজ্ঞান কুইজ, এমনকি উল্কাপাত পর্যবেক্ষণ। দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে সার্কিট হাউস মাঠ এখন রূপ নিয়েছে বিজ্ঞান উৎসবে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে এই ক্যাম্পে। অংশগ্রহণ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব, গ্লোব ওয়াইজ বাংলাদেশ, যশোর জেসিবি সাইন্স ক্লাব, জেনারেল সাইন্স অলিম্পিয়াডসহ অসংখ্য প্রতিষ্ঠান ও বিজ্ঞান সংগঠন, যা এই আয়োজনকে দিয়েছে জাতীয় মাত্রা।
বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন,
“আমরা চাই বিজ্ঞানকে বইয়ের সীমাবদ্ধতা থেকে বের করে হাতে-কলমে শেখাতে। এই মহাকাশ ক্যাম্প সেই স্বপ্নপূরণের এক ধাপ—যেখান থেকে বরগুনায় গড়ে উঠবে ভবিষ্যতের বিজ্ঞান গবেষণার প্ল্যাটফর্ম।”
দর্শনার্থী ও শিক্ষার্থীরা বলছেন, উপকূলীয় জেলার শিক্ষার্থীদের জন্য এটি এক অনন্য সুযোগ—যেখানে তারা বাস্তবভাবে বিজ্ঞানকে অনুভব করছে। মহাকাশ ও প্রযুক্তির জগতে প্রবেশের অনুপ্রেরণা পাচ্ছে তারা।
বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহী তরুণদের উপস্থিতিতে মুখর পুরো মাঠ। বরগুনার এই মহাকাশ ক্যাম্প যেন এক নবজাগরণের প্রতীক—যেখানে স্বপ্ন মিলছে বিজ্ঞান আর মহাকাশের সঙ্গে।
