বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা সদরের মাছ বাজার সংলগ্ন তিন রাস্তা মোড়ে যৌথবাহিনীর উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ কার্যক্রম পরিচালনা হয়।
লেফটেন্যান্ট মো. ফয়সাল রহমানের নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যবিশিষ্ট একটি সেকশন এবং বরগুনা সদর থানার ট্রাফিক পুলিশের ৩ সদস্যের যৌথ সমন্বয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সড়কে চলাচলকারী সিএনজি, মাহেন্দ্র, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাই এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান সংক্রান্ত তল্লাশি করা হয়। এছাড়াও সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
যানবাহন তল্লাশি ও আইন প্রয়োগের অংশ হিসেবে ৬৪টি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট ৯টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট মো. ফয়সাল রহমান বলেন,
“সড়কে নিরাপত্তা নিশ্চিত, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমন আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”
সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এমন উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
