ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের যোদ্ধা রেডক্রিসেন্ট ও সিপিপির সদস্যরা

 

বরগুনা জেলায় ডেঙ্গু মহামারী আকার ধারন করায় সেই ডেঙ্গু থেকে মানুষদের মুক্ত রাখার জন্য জলবায়ু পরিবর্তন ও ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের আওতায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের স্বেচ্ছাসেকদের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতা ক্যাম্পেইন হয়েছে। সচেতনতা ক্যাম্পেইনের ধারাবাহিকতায় ২০তম দিনে বরগুনা পৌরসভার ৯টি ওয়ার্ড ও বরগুনা সদর উপজেলার গৌড়ীচন্না ইউনিয়নের ভূতমারা, লাকুরতলা ও দক্ষিন মনষাতলী এলাকায় কার্যক্রম করেছে স্বেচ্ছাসেবকবৃন্দ।

এসময় দক্ষিন মনষাতলী এলাকার মজিবর রহমান বলেন, ডেঙ্গুতে আমি অনেক কষ্ট করেছি মৃত্যুর ঘর দেখে এসেছি। কিন্তু বৃষ্টির পানির মাধ্যমে যে এই রোগ ছড়ায় আমি আগে জানতাম না। এই কথা জানা থাকলে ডাক্তারের পিছনে এত টাকা আমার খড়চ হইতো না। লাকুরতলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সুলতান গাজী বলেন, ডেঙ্গুতে আমার ঘরের তিনজন হাসপাতালে ভর্তি ছিল অনেক দিন, তারা এখন স্বাস্থ্যগত অনেক দুর্বল হয়ে গেছে। পৌরসভার মাইঠা, কালীবাড়ী এলাকার শুকলাল এবং রফিকুল হাসান বলেন, আপনারা যে পরামর্শ দিয়েছেন তা আমরা মেনে চলবো।

পানির পাত্রের মুখ সুতি কাপর দিয়ে ভালোভাবে আটকিয়ে রাখবো, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছরিয়ে দেব। স্বেচ্ছাসেবকদের উদ্যেশ্য করে তারা আরো বলেন, আপনাদের এই পরামর্শ যদি আগে পেতাম তাহলে আমরা অনেক আগে থেকেই উপকৃত হতাম।

 

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি। এই কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক দল। রোধে পুড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সেচ্ছাসেবকা সেচ্ছায় উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে কাজ করেন। বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং ইউনিয়নে মশক নিধন, লিফলেট বিতরণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি শহরের রাস্তা, ড্রেন ও বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কারসহ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা।

 

জলবায়ু পরিবর্তন এবং ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের বরগুনার কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু থেকে মানুষদের মুক্ত রাখার জন্য ব্র্যাকের পক্ষ থেকে সচেতনতা ক্যাম্পেইন অব্যাহত থাকবে। যুব রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান বলেন আমরা যেকোনো মহামরি থেকে শুরু করে প্রাকৃতিক ও সামাজীক দূর্যোগে বরগুনা মানুষের ঢাল হিসেবে কাজ করি। সামনের যেকোনো এমন মহতি উদ্যোগ আমরা সদরে গ্রহন করবো। বর্জ্য ব্যবস্থাপনা, মশার প্রজননস্থল ধ্বংস, এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিদিন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও যুব রেড ক্রিসেন্টের ৪৪ জন স্বেচ্ছাসেবক সচেতনতা ক্যাম্পেইনে অংশগ্রহন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।