নিজস্ব প্রতিবেদক, খবর বরগুনা:
বরগুনা জেনারেল হাসপাতালের ছয়তলায় রোগীদের জন্য নির্ধারিত বিশুদ্ধ খাবার পানির উৎস এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্যাপের পাশে ‘বিশুদ্ধ খাবার পানি – অপচয় রোধ করুন’ লেখা সাইনবোর্ড ঝোলানো হলেও, বাস্তবে সেই স্থানে দেখা গেছে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র।
দেখা যায়, ছয়তলার পানির ট্যাপের নিচে প্লাস্টিক বোতল, ছেঁড়া পলিথিন, খাবারের উচ্ছিষ্ট, পুরোনো ব্যান্ডেজ ও জমাটবাঁধা কাদা-জলে ভরে আছে স্থানটি। ময়লার স্তূপ থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এমন দৃশ্য হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে মানুষ চিকিৎসা নিতে আসে, সেখানে বিশুদ্ধ পানির ট্যাপের নিচে এমন জঞ্জাল কীভাবে থাকতে পারে? পানি পান করা তো দূরের কথা, এর কাছে যাওয়া পর্যন্ত কঠিন।”
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন। একাধিকবার অভিযোগ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অপরিষ্কার এই স্থান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বহু গুণ।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, অবিলম্বে এই বিশুদ্ধ পানির উৎস পরিষ্কার করে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করলে হাসপাতালের সেবার মান ও জনবিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
